
অ্যালডেবরান সিরিজের পুরো কমিকসটি পড়লাম গত একসপ্তাহ জুড়ে। খুবই ভালো কমিকস। মোট তিনটে সিরিজের পাঁচ-ছয়টি করে ষোলটি পর্ব প্লাস একটি ৫ পর্বের একস্ট্রা একটা সিরিজ,আর পাতা সংখ্যা কমপক্ষে ৫০। বিশাল বড় এই সিরিজের কাজ হাতে নিয়েই, থমকে গেলাম। আগেই কেউ অনুবাদ করছে না তো? বা আগেই বাংলায় পাবলিশ হয় নি তো? বেশ কয়েকপাতা করার পর, ঠিক করলাম, আগে এখানে সবাইকে জানিয়ে দেখি, কেউ অনুবাদ করছে কিনা। তারপর ওটা শেষ করার কথা ভাবব। এত বড় এই সিরিজের এক একটা এপিসোড করা কম করে হলেও তিন মাসের ধাক্কা। তা আপনারা কি বলেন? চালিয়ে যাবো?
বিঃদ্রঃ গত তিনদিন ধরে চেষ্টা করে প্রচ্ছদটা করলাম। ইনকমপ্লিট। শেষ করতে আরও একদিন লাগবে।
Shykot ভাইয়ের মত আমারও এক মত। এই সিরিজটা মনে হয় না ওপেন-ফোরামের কোথাও আছে। আর আন্ডারগ্রাউন্ড ব্লগের খবর নিয়ে কি করব? সেতো চাইলেও পাবনা। তাই ভাই আপনি এটা নিশ্চিন্তে ধরতে পারেন।
আমি তো কোথাও দেখিনি । স্বচ্ছন্দে অনুবাদ চালিয়ে যান । আবার একটি নতুন সিরিজ পাবো ভাবতে ভালো লাগছে ।
দুর্দান্ত কমিকস। আমার অত্যন্ত প্রিয় French সায়েন্স ফিকশন কমিক্স এর মধ্যে এটি একটি। সিনেবুক পাবলিশার এই কমিকসটি ইংলিশে অনুবাদ করেছে। সিরিজটি হল Aldebaran – Betelgeuse – Antares – The Survivors – Return to Aldebaran(running)
একে“The Worlds of Aldebaran” ও বলা হয়। এটি সেন্সর ও আনসেন্সর দুভাবে কমিকসটি পাওয়া যায়। অন্য গ্রহে বসতি স্থাপন নিয়ে কাহিনীটি এগিয়েছে।
মোটামুটি বেশকিছু ব্লগে আমার নিত্য যাতায়াত আছে, তারমধ্যে কোনটাতেই এই সিরিজের অনুবাদ চোখে পড়েনি। আমাদের পরিচিত অনুবাদক বা ব্লগার বন্ধুরাও "অ্যালডেবরান" সিরিজটি কেউ করেনি বা করার ইচ্ছে আছে বলে শুনিনি। আপনি নির্দ্বিধায় যেটা শুরু করেছেন সেটা শেষ করতে পারেন। আরও ভালো ভালো কাজ হোক, নতুন সিরিজ পেলে খুব ভালো লাগে, চালিয়ে যান, অনেক অনেক ধন্যবাদ :)